Order procedure

অর্ডার করার আগে-

২-৫ দিন আপনার দেওয়া ঠিকানায় আপনি পার্সেল রিসিভ করতে পারবেন এটা নিশ্চিত হয়েই অর্ডার করবেন। যেহেতু, ফুল ক্যাশ অন ডেলিভারি তাই আপনার হাতে টাকা না থাকলে অনুগ্রহকরে অর্ডার করবেন না। কারন, আপনি এরকমটা করলে আমাদের আর্থিকভাবে খতিগ্রস্থ না করতে অনুরোধ করছি।


অর্ডার করার পর-

আপনার দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করেই আমরা পার্সেল ডেলিভারি করার জন্য কুরিয়ার প্রতিষ্ঠানকে দিবো। আমরা শুধুমাত্র পাঁঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। অর্ডার করে আপনার দেওয়া নাম্বারটিতে কুরিয়ার প্রতিষ্ঠানের ডেলিভারি রাইডার ফোন দিয়ে পার্সেলটি আপনার দেওয়া ঠিকানায় ডেলিভারির ব্যবস্থা করবেন। আশাকরি, তাকে সহযোগিতা করে দ্রুত ডেলিভারি সম্পূর্ণ হতে সহায়তা করবেন।